শুক্রবার ১৮ জুলাই ২০২৫ - ১০:৪২
সর্বোচ্চ নেতার অবমাননা মানেই আমেরিকা ও মিত্রদের স্বার্থ ধ্বংস: আয়াতুল্লাহ আরা’কি

ইরানের বিশিষ্ট আলেম ও সর্বোচ্চ নেতার বিশেষজ্ঞ পরিষদের সদস্য আয়াতুল্লাহ মোহসেন আরা’কি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইসলামি বিপ্লবের সর্বোচ্চ নেতার সম্মানে যেকোনো ধরণের অবমাননা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষ থেকে চূড়ান্ত ও কঠোর প্রতিক্রিয়ার জন্ম দেবে, যার ফলশ্রুতিতে আমেরিকা ও তার মিত্রদের আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ ধ্বংস হয়ে যাবে।

হাওজা নিউজ এজেন্সি: হাওজায়ে ইলমিয়া কোমের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, “মহামান্য নেতার পবিত্র সত্তার বিরুদ্ধে অবমাননাকর আচরণ আমাদের সীমিত প্রতিরোধ নীতিগুলোর অবসান ঘটাবে। তখন শত্রুরা এমনকি নিজেদের ভূখণ্ডেও নিরাপদ থাকবে না।”

তিনি আরও বলেন, “আমেরিকা যদি এই লাল রেখা অতিক্রম করে, তবে ইসলামি শাসনব্যবস্থাকে রক্ষায় কোনো সীমা আর বজায় রাখা হবে না। এটি সরাসরি সর্বাত্মক যুদ্ধ শুরুর শামিল হবে।”

আয়াতুল্লাহ আরাকি হুঁশিয়ার করে বলেন, আমেরিকার সামরিক ঘাঁটি, অর্থনৈতিক স্বার্থ এবং আন্তর্জাতিক কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্রের নজিরবিহীন প্রতিক্রিয়ার সম্মুখীন হবে। শুধু আমেরিকা নয়, ইসরাইলের পৃষ্ঠপোষক রাষ্ট্রসমূহ যেমন ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিও যদি এই অপকর্মে অংশ নেয়, তবে তারাও নিজেদের আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ হারাবে।

এই কঠোর প্রতিক্রিয়াটি এসেছে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক এক হুমকির পরিপ্রেক্ষিতে, যা সরাসরি ইরানের সর্বোচ্চ নেতার উদ্দেশে প্রদান করা হয়েছিল।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha